Noakhali's children, Dhaka North City Corporation mayor Anisul Haque died in a hospital in London.

নোয়াখালীর কৃতি সন্তান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র অানিসুল হক চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।


( ইন্নালিল্লাহে ------ রাজেউন)।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোবিজ অঙ্গনের তারকাদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি নিজেও শোবিজ অঙ্গনে কাজ করেছেন। ১৯৮০-১৯৯০ এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেন আনিসুল হক। তার উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়। তার চলে যাওয়া সত্যিই কষ্টের। সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। সকলের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সদ্য প্রয়াত মেয়র।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আনিস ভাই, কত কিছু লিখে কেটে দিলাম। মনে হচ্ছিলো কোনোটাতেই যা বলতে চাই, বলা হচ্ছে না। ভালো থাকবেন আপনি। আপনার জন্যে মন খারাপ, অনেক।’

চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, ‘জানি না, দেশে এমন একজন মানুষ আবার কবে পাওয়া যাবে। দোয়া করছি, আল্লাহ আপনার আত্মার শান্তি দান করুন।’
পরীমনি লিখেছেন, ‘মেয়র আনিসুল হক আপনাকে এত ভালোবাসতাম টের পাইনি আগে।’
মিস আর্থ খ্যাত মাকসুদা আক্তার প্রিয়তি লিখেছেন, ‘ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন। আমরা একজন ভাল মানুষকে হারালাম। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।’
চঞ্চল চৌধুরী শোক জানিয়ে বলেছেন, ‘আনিস ভাই, মেনে নেয়া সত্যি কঠিন। এভাবে চলে যাওয়া? কিছু বলার ভাষা নেই। হে মানুষ, চিরশান্তিতে ঘুমান। শুধুই শ্রদ্ধা।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, ‘তিলোত্তমা এই নগরী তার ক্যারিশমাটিক পিতাকে হারালো। আমরা আপনাকে হারিয়ে শোকাহত। নতুন ঠিকানায় ভালো থাকবেন আপনি। বিনম্র শ্রদ্ধা সুন্দর মানুষ আনিসুল হক।’
চিত্রনায়ক রোশান লিখেছেন, ‘আনিসুল হক মারা গেছেন খবরটি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তার অকালে চলে যাওয়া আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
অভিনেত্রী নাবিলা ইসলাম লিখেছেন, ‘না ফেরার দে‌শে চলে গেলেন ঢাকা উত্তর সি‌টি ক‌‌র্পোশ‌নের মেয়র আনিসুল হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
রেনেসাঁ ব্যান্ডের নকীব খান লিখেছেন, ‘পুরোপুরি শোকাহত। আমাদের সবার প্রিয় আনিসুল হক ভাই আর নেই। ইন্না.. রাজিউন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।’
অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ভালো থাকুন প্রিয় আনিসুল হক, ভালো থাকুন পরপারে।’
লাক্সতারকা তাসনোভা এলভিন লিখেছেন, ‘রেস্ট ইন পিস। ঢাকা উত্তর সি‌টি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল শোক জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘না ফেরার দেশের রাজধানীর নাম কী?’
উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ লিখেছেন, ‘প্রিয় আনিসুল হক, অবেলায় চলে গেলেন, খুব কষ্ট পেলাম।’
কণ্ঠশিল্পী বেলাল খান লিখেছেন, ‘মানুষটার আরও অনেক দিন বেঁচে থাকার প্রয়োজন ছিল। সবদিক দিয়ে এমন পরিপূর্ণ মানুষের এত তাড়াতাড়ি চলে যাওয়া মেনে নেয়া যায় না। জানি না, দেশে এমন একজন মানুষ আবার কবে পাওয়া যাবে। আনিসুল হক, দোয়া করছি, আল্লাহ আপনার আত্মার শান্তি দান করুন।’
নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, ‘কী অদ্ভূত মানুষের জীবন! শ্রদ্ধেয় আনিসুল হক মেয়র আর নেই! ভাবতেই পারছি না।’
সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী আনিসুল প্রসঙ্গে লিখতে গিয়ে পুরোনো স্মৃতি হাতড়ে লিখেছেন, ‘গত বছর কবির বকুল আইসিইউতে। তিনি এলেন মধ্যরাতে। ঢুকে পড়লেন কবির বকুলের কেবিনে। কাচের দরজার বাইরে দাঁড়িয়ে অপলকে তাকিয়ে রইলেন। ঝট করে দরজা খুলে প্রায় অচেতন কবির বকুলের সামনে গিয়ে বললেন, তোমার কিচ্ছু হবে না আমরা আছি। আনিস ভাই আসলে কি আপনি আজ কোথাও আছেন????’
অভিনেতা আদনান ফারুক হিল্লোল লিখেছেন, ‘আনিসুল হক চলে গিয়ে প্রমাণ করলেন, বাংলাদেশে তিনি কতটা জনপ্রিয় ছিলেন!’

Comments