হিন্দু ছেলের সঙ্গে মুসলিম মেয়ের প্রেম, অবশেষে দুজনকেই খুন!
Muslim girl's love with Hindu boy, finally killing both!
উদ্ধার হল ১৫ বছরের এক হিন্দু কিশোর ও তার মুসলিম বান্ধবীর দেহ। তাদের প্রেম মেনে নিতে না পেরে মেয়ের পরিবার দুজনকেই খুন করেছে বলে অভিযোগ।
ভারতের বিহারের পশ্চিম চম্পারন জেলায় নৌতন এলাকার পাশাপাশি গ্রামে থাকত ওই দুই কিশোর কিশোরী। পড়ত আলাদা স্কুলে। সোমবার রাত থেকে ছেলেটি নিখোঁজ হয়ে যায়। আর ১৪ বছরের কিশোরীর দেহ উদ্ধার হয় খাপ টোলার কাছে চন্দ্রাবত নদীর তীর থেকে !
নদীর ধারে গর্তের মধ্যে নুন মাখিয়ে ফেলে দেওয়া হয় তার দেহ, মাটি চাপা দিয়ে দেওয়া হয়। উদ্ধার হয় ছেলেটির দেহও, মেয়েটির বাড়ির ২ কিলোমিটার দূরে, সারেহ এলাকা থেকে।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, মেয়েটির পরিবার খুন করেছে দুজনকে। তার দাদা আলাউদ্দিন আনসারি ও দুই চাচা গুলসানোভার মিঞা ও আমির মিঞাকে জোড়া খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত কিশোরের বাবা রবিকান্ত সাহ বানহুরা গ্রামের ছোট ব্যবসায়ী। মেয়েটির পরিবার খাপ টোলা গ্রামে অল্প জমিতে চাষআবাদ করে। রবিকান্ত জানিয়েছেন, ছেলের খুনের খবর পেয়েও তার খোঁজ করার সাহস জুটিয়ে উঠতে পারেননি তিনি।
পুলিশ জানিয়েছে, এলাকায় কোনও সাম্প্রদায়িক উত্তেজনা নেই, তবে আইন শৃঙ্খলার সমস্যা যাতে না হয় দেখতে দুই গ্রামেই পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments
Post a Comment