এক বল বেশি করার ম্যাচটি নতুন করে খেলতে চায় সিলেট!

এক বল বেশি করার ম্যাচটি নতুন করে খেলতে চায় সিলেট!



সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স ম্যাচের ১৬তম ওভার তখন। টানটান উত্তেজনাকর ওই পরিস্থিতিতে সিলেটের পেসার কামরুল ইসলাম রাব্বিকে ওভার শেষ হওয়ার পরও একটি বল বেশি করতে হয়েছে।
এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। গভর্নিং কাউন্সিল থেকে বলা হয়েছে, বিষয়টি ‘সুষ্ঠু তদন্ত’ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই এক বলের জন্যই যে ম্যাচ হেরেছে, এমনটা অবশ্য মনে করছে না সিলেট। তবে বিপিএল গভর্নিং কাউন্সিল সবদিক বিবেচনা করে যদি পুনরায় ম্যাচটি খেলানোর সিদ্ধান্ত নেয়, তাতে রাজি সিলেট সিক্সার্স। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বাংলা বলেছেন, ‘ওই এক বল কম হলেই যে আমরা ম্যাচ জিততাম, এমন কোনও দাবি করছি না। আমরা চাচ্ছি বিপিএল গভর্নিং কাউন্সিল যখন মিটিং করবে, তখন এটা মাথায় রাখবে এবং বিষয়টা বিশ্লেষণ করে তদন্ত করবে। ’
সঠিক সিদ্ধান্ত আসবে বলেই আশাবাদী সিলেটের এই কর্তা, ‘আশা করছি সঠিক সিদ্ধান্ত আসবে, যেটা পরবর্তীতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। বিপিএল গভর্নিং কাউন্সিল যদি আমাদের পুনরায় ম্যাচ খেলার প্রস্তাব দেয়, তাহলে আমরা অবশ্যই হাসিমুখে খেলব। 

Comments