মিসরে মসজিদে জঙ্গি হামলা: নিহত অন্তত ১৫৫, আহত শতাধিক মুসল্লি.....!!

মিসরে মসজিদে জঙ্গি হামলা: নিহত অন্তত ১৫৫, আহত শতাধিক মুসল্লি....!!


মিসরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকার একটি মসজিদে শুক্রবার জঙ্গিদের গুলি ও বোমা হামলায় অন্তত ১৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
At least 155 people were killed in bombings and bombings in a mosque in the northern Sinai Valley in Egypt on Friday. Hundreds of worshipers injured According to a report by the officials, the BBC-based BBC News

জুমার নামাজের অব্যবহিত পর এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চারটি গাড়িতে এসে আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদের মুসল্লিদের ওপর হামলে পড়ে জঙ্গিরা। এ সময় তারা গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটায়।
The attact was carryed out immediately after the Friday prayers. Witnesses said that four vehicles came and attacked the al-Rawda mosque's worshipers in Bir-al-Aabad city near Al-Arish, the militants. At the time, they caused firing and bomb blasts.
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
`No one claimed responsibility for the attack immediately. But the militants are believed to have continued to attack the IS.
২০১৩ সালে সেনা অভ্যুত্থানে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।
There has been a conflict in the country since the ousting of Egypt's first elected President Mohamed Morsi in the coup in 2013.
ভাল লাগলে শেয়ার করতে ভুল্বেন না!!
....................................................................


Comments