প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাজে শব্দ লেখায় ৮৮ ছাত্রীর পোশাক খুলে নিল শিক্ষক!!


প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাজে শব্দ লেখায় ৮৮ ছাত্রীর পোশাক খুলে নিল শিক্ষক!




৮৮ শিক্ষার্থীর পোশাক খুলে নিলেন শিক্ষকরা। কারন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ অশ্লীল শব্দ লিখেছিল। আর সেটাই কাল হল সবার। অপরাধী খুজতে গিয়ে ৮৮ জন ছাত্রীরই পোশাখ খুলে শাস্তি দিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন তারা।
জানা যায়, গত ২৩ নভেম্বর ভারতের অরুণাচল প্রদেশের পাপুম পারা জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে ঘটে এই ঘটনাটি। এরপর ঘটনা ঘটার ৪ দিন পর ২৭ নভেম্বর তা প্রকাশ্যে আসে। ২৭ নভেম্বর অল সাগলি স্টুডেন্ট ইউনিয়নে অভিযোগ দায়ের করে ৮৮ জন ছাত্রী।
এরপরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ প্রয়োগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়ে শাস্তির এমন দৃষ্টান্ত স্থাপন করেন স্কুলের তিন শিক্ষক।
এদিকে শিক্ষার্থী এবং অভিবাকদের অভযোগের ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।

Comments