After leaving the 14-year-old family with two children, he disappeared with his nephew.

দুই সন্তানকে নিয়ে ১৪ বছরের সংসার ছেড়ে ভাতিজার হাত ধরে উধাও চাচি



পার্বত্য খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামে স্বামীর কষ্টে জমানো টাকা-পয়সা নিয়ে টমটমচালক ভাতিজার হাত ধরে উধাও হয়েছেন আমেনা বেগম (৩৩) নামে এক চাচি। ওই ভাতিজার নাম মো. ইলিয়াছ ২২।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ির আইয়ুব নগর গ্রামের মো. আবদুল বারেকের ছেলে মো. শাহাদাত হোসেন ১৪ বছর আগে পারিবারিকভাবে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার মৃত কালা মিয়ার মেয়ে আমেনা বেগমকে বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী।
প্রায় এক যুগ ধরে মো. শাহাদাত হোসেন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। এই সুযোগে স্বামী মো. শাহাদাত হোসেনের আপন বড় ভাই মো. দেলোয়ার হোসেনের ছেলে টমটমচালক মো. ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
চাচি-ভাতিজার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে বুধবার সকালের দিকে দুই সন্তানকে নিয়ে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি। বর্তমানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
আমেনা বেগমের স্বামী মো. শাহাদাত হোসেন বলেন, ‘১৪ বছরের দাম্পত্য জীবনে কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার ঘরে থাকা প্রায় এক লাখ টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং স্বর্ণালঙ্কার নিয়ে ভাতিজার হাত ধরে পালিয়েছে আমেনা।’
এদিকে ভাতিজার হাত ধরে চাচির এভাবে নিরুদ্দেশ হওয়ার বিষয়টি দুর্গম পানছড়িতে চায়ের টেবিলে ঝড় তুলেছে। সবার মুখে মুখে এখন এ আলোচনা-সমালোচনা।

Comments